ষ ক্রীড়া প্রতিবেদক
দেশে যাবেন, তাই ছুটি নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে। এরপর বিমানের টিকেটও কেটে ফেলেছিলেন গামিনি ডি সিলভা। এরপরও জন্মভূমি শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না বিসিবির প্রধান কিউরেটরের। কারণ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। বিমান ধরার আগে রুটিন করোনা টেস্ট করাতে হয়, সেটা করাতে গিয়েই গামিনি জানতে পেরেছেনÑ তিনি করোনা পজিটিভ। অথচ তার মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসের কোনো উপসর্গ নেই।
বাংলাদেশের ক্রিকেটে এখন তেমন কোনো ব্যস্ততা নেই। করোনার প্রাদুর্ভাবে স্থগিত আছে ঘরোয়া ক্রিকেট। জাতীয় দলও দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে। সেই সুযোগেই দেশে যাওয়ার জন্য ছুটির আবেদন করেছিলেন গামিনি। তার ছুটি মঞ্জুরও করেছিল বিসিবি। কিন্তু বাদ সাধল করোনা। এই লঙ্কান কিউরেটরের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘প্রধান কিউরেটরের ছুটি নিয়ে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। সে কারণেই তার কোভিড পরীক্ষা করা হয়, আর সেই পরীক্ষাতেই তিনি কোভিড পজিটিভ হন।’