নামাজে টুপি খুলে গেলে করণীয়
|
নামাজে টুপি পরিধান করা সুন্নত এবং অবহেলা করে টুপি পরিধান না করে নামাজ পড়া মাকরুহ। নামাজ পড়া অবস্থায় টুপি মাথা থেকে পড়ে গেলে তা আবার মাথায় উঠিয়ে নেওয়া উত্তম। এ ক্ষেত্রে নিয়ম হলো, টুপি মাথায় ওঠাতে এক হাত ব্যবহার করা। তা হলে নামাজে কোনো সমস্যা হবে না। কিন্তু টুপি ওঠাতে দুই হাত ব্যবহার করলে আমলে কাসির হয়ে যাবে। তাতে নামাজ ভেঙে যাবে। হজরত যুহাইর (রহ.) বলেন, আমি প্রখ্যাত তাবেই আবু ইসহাক আসসাবিয়ীকে দেখেছি, তিনি আমাদের নিয়ে নামাজ পড়ছেন। তিনি মাটি থেকে টুপি উঠিয়ে মাথায় পরছেন। (তাবাকাতে ইবনে সাদ : ৬/৩১৪; রদ্দুল |