ষ তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তাড়াশে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। গ্রেফতাররা হলোÑ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামে অন্তিম সরকারের ছেলে রাম সরকার (৩৮), পেঙ্গুয়ারি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে গোলাম সাকলাইন (৪০) ও বৈদ্যনাথপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সাদেক হোসেন (৫০)। বুধবার সন্ধায় উপজেলার বারুহাস ইউনিয়নে বৈদ্যনাথপুর গ্রাম থেকে বিষ্ণুমূর্তির কষ্টিপাথরটি উদ্ধার করা হয়।
র্যাব-১২-এর উপ-অধিনায়ক মেজর মো. মশিউর রহমান বলেন, বৈদ্যনাথপুর গ্রামে চোরাকারবারিরা কষ্টিপাথর বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় কালো রঙের (৩৩.৫ কেজি) বিষ্ণুমূর্তি সদৃশ কষ্টিপাথর উদ্ধার এবং ওই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি মোবাইল জব্দ করা হয়েছে। পরে গ্রেফতারদের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি মামলা করা হয়েছে।