কাঁচা বাজারে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই
সময়ের আলো অনলাইন
|
শুক্রবার (৯ মার্চ) রাজধানীর কয়েকটি কাঁচা বাজার ঘুরে এ সব দৃশ্য দেখা গেছে। একজন বিক্রতাকে জিজ্ঞেস করা হলে, কেন তিনি মাস্ক পরেন নি? উত্তরে তিনি বলেন, পরি তো মাস্ক। এখন একটু খুলে রেখেছি। আবার পরব। এর আগে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন স্বাস্থ্যবিধি অমান্য করায় সংক্রমণ বাড়ছে। এ সময় তিনি স্বাস্থ্যবিধির প্রতি উদাসিন না হয়ে, সচেতনভাবে মেনে চলার আহ্বান জানান। এ দিকে, সবজি বাজারের দ্রব্যমূল্যের পরিস্থিরির কথা জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, স্বাভাবিকভাবেই এখন সবজির দাম বাড়ার কথা। কারণ শীতের সবজি প্রায় শেষ। এর মধ্যেই লকডাউন এসেছে। লকডাউনের কারণে সবজির সরবরাহ কমে গেছে। আর সরবরাহ কমলে দাম বাড়বে এটাই স্বাভাবিক।
|