ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

১০ মার্কিন কূটনীতিককে রাশিয়া ত্যাগের নির্দেশ
প্রকাশ: শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম  (ভিজিট : ১৩৩)
ষ সময়ের আলো ডেস্ক
মস্কোয় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১০ কূটনীতিককে রাশিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কোয় মার্কিন উপরাষ্ট্রদূত বার্ট গোরম্যানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ২২ এপ্রিলের মধ্যে রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মার্কিন সরকার ওয়াশিংটনে নিযুক্ত রুশ দূতাবাসের কয়েকজন কর্মীর পাশাপাশি নিউইয়র্কের রুশ কনস্যুলেট প্রধানকে অবাঞ্ছিত ঘোষণার পর পাল্টা পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিগগির যুক্তরাষ্ট্রের আরোপিত অবৈধ নিষেধাজ্ঞারও জবাব দেওয়ার কথা জানিয়েছে মস্কো। এদিকে রাশিয়ার ‘জাতীয় নিরাপত্তা’ ইস্যুতে সীমা অতিক্রম না করতে পশ্চিমা দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমের পুতিন।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close