ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

ঈদে সোনাহাট স্থলবন্দর ৬ দিন, বাংলাবান্ধা স্থলবন্দর ১২ দিন বন্ধ
প্রকাশ: মঙ্গলবার, ১১ মে, ২০২১, ১১:১৫ পিএম  (ভিজিট : ১৭৮)
নিজস্ব প্রতিবেদক
ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম ৬ দিন ও পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ১২ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন। পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পবিত্র শবে কদর ও ঈদ উপলক্ষে ভারতের ফুলবাড়ী ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সোমবার থেকে ২১ মে পর্যন্ত ১২ দিন ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২২ মে থেকে বন্দর দিয়ে পুনরায় কার্যক্রম চালু হবে। বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, উভয় দেশের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে বাংলাবান্ধা স্থলবন্দর ১২ দিন বন্ধ থাকবে।
অন্যদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম ৬ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সোনাহাট স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সোমবার থেকে ১৫ মে শনিবার পর্যন্ত সোনাহাট স্থলবন্দর দিয়ে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের কথা সোনাহাট স্থলবন্দরের আমদানি-রফতানিকারক সমিতি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস এবং ভারতের অসম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের জানানো হয়েছে।





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close