ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ভারত সিরিজের প্রভাব বিসিবির টিভিস্বত্বে!
প্রকাশ: বুধবার, ১৯ মে, ২০২১, ১১:১৮ পিএম  (ভিজিট : ৯৩)
ক্রীড়া প্রতিবেদক
আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী আগামী দুই বছরে ৯টি হোম সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ৭ টেস্ট, ১৮ ওয়ানডে এবং ১৯ টি-টোয়েন্টি ম্যাচের টিভিস্বত্বের ফ্লোর প্রাইস বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ধার্য করেছিল ১৫০ কোটি টাকা। ভিত্তিমূল্যের চেয়েও ১১ কোটি ৫০ লাখ টাকা বেশি দিয়ে সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে বিজ্ঞাপনী সংস্থা ব্যান-টেক। ধারণা করা হচ্ছে, ভারত সিরিজের প্রভাব পড়েছে বিসিবির টিভিস্বত্বে!
চলতি বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ^কাপে আগে বাংলাদেশে সীমিত ওভারের দুটো সিরিজ খেলবে ইংল্যান্ড। ২০২৩ জানুয়ারি পর্যন্ত লাল-সবুজ দেশ সফর করবে নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। তবে টিভিস্বত্বে নাকি প্রাধান্য পেয়েছে ভারত সিরিজ। সম্প্রচার স্বত্বে বলা আছে, ২০২২ নভেম্বরে বাংলাদেশ সফর করবে বিরাট কোহলিরা এবং খেলবে ২ টেস্ট ও ৩ ওয়ানডে, যা এফটিপিতেও উল্লেখিত আছে। ভারতীয় ক্রিকেট দলের আগমন দেশের ক্রিকেট অঙ্গনে বড় খবর বটে। তারা সবশেষ এ দেশে খেলেছিল ২০১৫ সালে, যা সীমাবদ্ধ ছিল ১ টেস্ট এবং তিন ওয়ানডেতে। এখন বিসিবির টিভিস্বত্ব বিক্রির পরই জোর গুঞ্জন ওঠেছে, দীর্ঘ সাত বছর পর বাংলাদেশে খেলতে আসছে ভারত। যদি শেষতক এটা সত্য হয়, তবে কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়া বিডিংয়ে সম্প্রচার স্বত্ব কেনা ব্যান-টেকের হর্তাকর্তাদের মুখে ফুটে উঠবে চওড়া হাসি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close