ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

খালেদা জিয়ার কিনডি-হার্টের চিকিৎসা দেশে সম্ভব নয় : ফখরুল
প্রকাশ: শুক্রবার, ১১ জুন, ২০২১, ১২:৫৬ পিএম আপডেট: ১১.০৬.২০২১ ৫:১৮ পিএম  (ভিজিট : ৪২৩)
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তার দলের চেয়ারপারসন খালেদা জিয়া পোস্ট কোভিড পজিশন থেকে ভালো আছেন। তবে তার হার্ট ও কিডনির সমস্যা আছে। এসব সমস্যার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তাই উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া প্রয়োজন বলে মনে করেন মির্জা ফখরুল।

শুক্রবার (১১ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আদালতে। রাজনীতি থেকে শুরু করে সবকিছু হয়েছে আদালতে। তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ সবকিছুতে ক্ষতি হয়েছে আদালতে। আর সবচেয়ে বড় যে ক্ষতি- ম্যাডামের প্রতি অবিচারটাও হয়েছে আদালতে। তাই আদালতে যেতে আস্থা কম পাই।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের দাঁড়ানোর কোথাও জায়গা নেই। কোথাও যে আশ্রয় নেবে, সে জায়গা নেই। আগে মানুষের আশ্রয়ের জায়গা ছিল আদালত, সেটাও এখন নেই। রাষ্ট্র যখন নিপীড়নকারী হয়ে যায়, তখন আর আশ্রয়ের কোনো জায়গা থাকে না।’

দলীয় প্রধান খালেদা জিয়া, নিপুন রায় চৌধুরী, আসলাম চৌধুরীসহ বিএনপি ও অন্যান্য দলের বিরোধী মতের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আমি সরকারকে বলব- মানুষকে শান্তিতে থাকতে দিন, মানুষকে বেঁচে থাকতে দিন। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ফেরাউন, নমরুদ, হিটলার, মুসোলিনি- কেউ বাঁচতে পারেনি, এটা ইতিহাস।’

/এসএ/


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   মির্জা ফখরুল ইসলাম আলমগীর   বিএনপি  




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close