ই-পেপার বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ঢামেকে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ১০:৩৭ পিএম আপডেট: ১৫.০৬.২০২১ ১২:১৪ এএম  (ভিজিট : ১৮৪)
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। তার বয়স ৪৫ বছর। এই রোগী এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার চিকিৎসক ফরহাদ হাছান চৌধুরী মারুফ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগীর ব্যাপারে তিনি বলেন, কোভিড-পরবর্তী জটিলতা নিয়ে ওই রোগী সপ্তাহখানেক আগে ঢাকা মেডিকেল ভর্তি হন। তার মাথাব্যথা, সাইনোসাইটিস এবং ডান চোখে দেখতে সমস্যা হচ্ছিল। তিনি আরও বলেন, ফাঙ্গাল ইনফেকশন সন্দেহের পর নাক কান গলা বিভাগের সহযোগিতায় ওই রোগীর সাইনাস অপারেশন করা হয়। তারপর ওখানকার স্যাম্পল নিয়ে ফাঙ্গাস টেস্ট করা হয়। রোগীর হিস্টোপ্যাথলজি, মাইক্রোস্কপি আর কালচার তিনটাতেই মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। ব্ল্যাক ফাঙ্গাস দেশে আগেও ছিল। এটা নিয়ে আতঙ্কিত না হওয়ার কথা বলেন। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, এক সপ্তাহ আগে খুলনা থেকে এই রোগী ঢামেকে ভর্তি হয়। এখন একটা কেবিনে ভর্তি আছে।






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close