ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

চুক্তি না হলেও আলোচনা জরুরি : ক্রেমলিন
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ১:২৩ পিএম আপডেট: ১৫.০৬.২০২১ ১:২৯ পিএম  (ভিজিট : ২৩০)
জেনেভায় আগামীকাল বুধবার (১৬ জুন) পুতিন-বাইডেন শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। রাশিয়া জানিয়েছে, এ বৈঠকে কোনো চুক্তি না হলেও তাদের মধ্যে আলোচনা জরুরি। ক্রেমলিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ মঙ্গলবার (১৫ জুন) সাংবাদিকদের এ কথা জানান।

বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর দুই রাষ্ট্রপ্রধানের এটিই প্রথম সাক্ষাৎ। আর এ বৈঠকটি এমন এক সময়ে হতে যাচ্ছে, যখন দুই দেশের সম্পর্ক সবচেয়ে তলানিতে রয়েছে।
 
ইউরি উশাকভ বলেন, ‘এ বৈঠক কোনো চুক্তিতে পৌঁছাবে কি-না, সে সম্পর্কে আমি নিশ্চিত নই। তবে বাস্তবতার নিরিখে আমি এটিকে ইতিবাচক হিসেবে দেখতে চাই।’ 

ইউরি আরও জানান, এর আগে গতকাল সোমবার (১৪ জুন) হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভানকে ফোন করে তিনি ওই শীর্ষ বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে কথা বলেছেন। দুই বিশ্বনেতা পারমাণবিক স্থিতিশীলতা, জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তাসহ একে-অপরের কারাগারে বন্দি মার্কিন ও রুশ নাগরিকদের নিয়ে আলোচনা করবেন।

সূত্র : রয়টার্স

/এসএ/


আরও সংবাদ   বিষয়:  ক্রেমলিন   যুক্তরাষ্ট্র   রাশিয়া  




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close