ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

সুস্থতার বার্তা দিলেন এরিকসেন
প্রকাশ: বুধবার, ১৬ জুন, ২০২১, ১১:১৪ পিএম  (ভিজিট : ১১২)
ক্রীড়া ডেস্ক
আগেই জানানো হয়েছে, ভালো আছেন ক্রিশ্চিয়ান এরিকসেন। এবার হাসপাতালের বেডে হাসিমাখা মুখে ‘থাম্ব’ উঁচিয়ে নিজের সুস্থতার বার্তা দিলেন এই ড্যানিশ ফুটবলার। ২০২০ ইউরোতে ফিনল্যান্ডের বিপক্ষে ডেনমার্কের উদ্বোধনী ম্যাচ খেলতে নেমে মাঠে হার্ট অ্যাটাক করেন তিনি। হৃদয়বিদারক ওই ঘটনায় এরিকসেনের জন্য প্রার্থনা করে বিশ^ ক্রীড়াঙ্গন। এতে শারীরিক অবস্থার উন্নতির পর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ২৯ বছর বয়সি এই মিডফিল্ডার।
হাসপাতালের বেড থেকে পাঠানো বার্তায় এরিকসেন বলেছেন, ‘সারা বিশ^ থেকে আপনাকে মিষ্টি এবং অবাক করার মতো শুভেচ্ছা ও বার্তাগুলোর জন্য অনেক ধন্যবাদ। আমার এবং আমার পরিবারের জন্য এর অর্থ অনেক। আমি ভালো আছিÑ আমাকে হাসপাতালে এখনও কিছু পরীক্ষা করাতে হবে, তবে আমি ভালো অনুভব করছি। এখন পরের ম্যাচগুলোতে আমি ডেনমার্ক দলের ছেলেদের উৎসাহিত করব। সবাই ডেনমার্কের জন্য খেল।’






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close