ই-পেপার বিজ্ঞাপনের তালিকা সোমবার ২ অক্টোবর ২০২৩ ১৭ আশ্বিন ১৪৩০
ই-পেপার সোমবার ২ অক্টোবর ২০২৩
http://www.shomoyeralo.com/ad/Amin Mohammad City (Online AD).jpg

দরিদ্র দেশের জন্য ভ্যাকসিনের আকুতি ডব্লিউএইচওর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ জুন, ২০২১, ১০:৫২ পিএম আপডেট: ২৭.০৬.২০২১ ১২:০৬ এএম | প্রিন্ট সংস্করণ  Count : 431

ধনী ও উন্নত দেশগুলোয় যখন তরুণ ও অপ্রাপ্তবয়স্কদের টিকাদান কর্মসূচি শুরু হয়ে গেছে, তখন অধিকাংশ দরিদ্র দেশ তাদের জনগোষ্ঠীর খুবই ক্ষুদ্র একটা অংশকে টিকা প্রয়োগে সমর্থ হয়েছে। এসব দেশের হাতে পর্যাপ্ত টিকা নেই। এমন পরিস্থিতিতে করোনা মহামারি মোকাবিলায় গরিব দেশগুলোয় টিকা পাঠাতে উন্নত দেশগুলোর কাছে আবারও আকুতি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
উন্নত দেশগুলোর একাংশ মাস্ক পরা ও ভ্রমণের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার পাশাপাশি সামাজিক বিধিনিষেধও শিথিল করতে শুরু করেছে। অন্যদিকে শুক্রবার ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসিস জানিয়েছেন, গত সপ্তাহে আফ্রিকার দেশগুলোয় করোনাভাইরাসে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সারা বিশ্বে ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় আফ্রিকার পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে উঠেছে।
এ সময় করোনা টিকা সরবরাহে বৈশ্বিক ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, টিকার অভাবে দরিদ্র দেশগুলোর অল্প বয়সিরাও ঝুঁকির মধ্যে রয়েছেন। আফ্রিকায় গত সপ্তাহে সংক্রমণ এবং মৃত্যুর হার প্রায় ৪০ শতাংশ বেড়েছে। সেখানকার প্রায় সব দেশই উন্নয়নশীল। পর্যাপ্ত টিকার অভাব রয়েছে। গেব্রিয়াসিসের ভাষায়, ‘আমাদের বিশ্ব ব্যর্থ হচ্ছে। বিশ্ববাসী হিসেবে আমরা ব্যর্থ হচ্ছি।’
দরিদ্র দেশগুলোকে নিজেদের উদ্বৃত্ত টিকা না দেওয়ায় এ সময় নাম উল্লেখ না করেই বেশ কয়েকটি ধনী দেশের সমালোচনা করেন ইথিওপিয়ার নাগরিক টেড্রোস আধানম গেব্রিয়াসিস। বর্তমান পরিস্থিতিকে তিনি অতীতের এইচআইভি-এইডস সঙ্কটের সঙ্গেও তুলনা করেন। আফ্রিকার দেশগুলো জটিল চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতে পারবে না বলে সে সময় অনেকে মন্তব্য করতেন। তিনি বলেন, ‘আমাদের মনোভাব এখনও অতীতের মতোই রয়ে গেছে। এখন টিকা সরবরাহে সমস্যা হচ্ছে। আমাদের কেবল টিকা সরবরাহ করুন।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, কলেরা থেকে পোলিওর মতো সংক্রামক রোগগুলো মোকাবিলার ক্ষেত্রে টিকাদান কর্মসূচি পরিচালনায় শিল্পোন্নত দেশগুলোর তুলনায় এগিয়ে রয়েছে অনেক উন্নয়নশীল দেশ। ‘আমাদের স্বৈরতান্ত্রিক মনোভাব, ঔপনিবেশিক মনোভাব কোন স্তরে গিয়ে পৌঁছালে আমরা এটা বলতে পারি, কোনো দেশ সেই পণ্যটি ব্যবহার করতে পারবে না, তাই তাকে সেটা দেওয়া হবে না। সত্যিকার অর্থেই, মহামারির মাঝপর্যায়েই এই কথা বলা হচ্ছে।’
এর আগে গত সপ্তাহে সংস্থাটির জ্যেষ্ঠ উপদেষ্টা ডা. ব্রুস আইলওয়ার্ড বলেছেন, কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে বিশ্বের ১৩১টি দেশে ৯ কোটি ডোজ করোনার টিকা বিতরণ করা হলেও নিজেদের জনগণকে টিকা দেওয়ার মতো টিকা এসব দেশে নেই। অথচ বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস তার বিস্তার ছাড়িয়ে চলেছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে টিকা নিয়ে এই সঙ্কটের কথা এমন সময়ে জানানো হলো যখন আফ্রিকার কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে।






http://www.shomoyeralo.com/ad/Google-News.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com