ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

খুলনা বিভাগে মৃত্যু ও সংক্রমণ কমল
প্রকাশ: রবিবার, ২৭ জুন, ২০২১, ১০:৫৮ পিএম আপডেট: ২৭.০৬.২০২১ ১২:১৯ এএম  (ভিজিট : ৪৪১)
২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা কিছুটা কমলেও উদ্বেগ কমছে না। গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় করোনায় মারা গেছে ১৪ জন। আক্রান্ত হয়েছে ৮৪৮ জন। তবে এর আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মৃত্যু হয় ২৩ জনের এবং আক্রান্ত হয় ১ হাজার ৩২২ জন।
চিকিৎসকরা বলছেন, এক দিনে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও স্বস্তি মিলছে না সংক্রমণে। এ পরিস্থিতি থেকে উত্তরণ পেতে ভ্যাকসিনেশন ও কঠোর লকডাউনের কোনো বিকল্প নেই।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের তালিকায় শীর্ষে রয়েছে যশোর ও কুষ্টিয়া জেলা। এই দুই জেলায়ই পাঁচজন করে মারা গেছে। এ ছাড়া অন্যান্য জেলার মধ্যে খুলনায় দুই, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছে। আর আক্রান্ত ৮৪৮ জনের মধ্যে খুলনায় ১৭২, বাগেরহাটে ১৫, সাতক্ষীরায় ৪৩, যশোরে ৪৭০, নড়াইলে ৯, মাগুরায় ৮, ঝিনাইদহে ১৪, কুষ্টিয়ায় ৭৭, চুয়াডাঙ্গায় ২৪ এবং মেহেরপুরে ১৬ জন রয়েছে।
খুলনার সিভিল সার্জন ডা. নেওয়াজ মাহমুদ জানিয়েছেন, এক দিনের নিরিখে খুলনা জেলায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। এ সময়ের মধ্যে খুলনা জেলায় ৪২৭টি নমুনা পরীক্ষা করে ১৭২ জনের শরীরে করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close