ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

পরিবারের লোকদের অজ্ঞান করে ‘ডাকাতি’
প্রকাশ: রবিবার, ২৭ জুন, ২০২১, ১১:৩৫ পিএম  (ভিজিট : ৩৪০)
ষ সিলেট ব্যুরো
সিলেটে বাড়ির সবাইকে অচেতন করে ‘ডাকাতির’ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ভাটা বাজার এলাকার বাসিন্দা ট্রাভেল ব্যবসায়ী রাজু আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। রাজু আহমদ বলেন, আগেই সবার অজান্তে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ঘরের পাঁচ সদস্যকে অচেতন করে নির্বিঘ্নে ঘরে ঢুকে ডাকাত দল। অচেতন থাকায় কেউই ডাকাতির বিষয়টি বুঝতে পারিনি। শনিবার সকালে প্রতিবেশীদের ডাকে ঘুম থেকে জেগে ডাকাতির ঘটনা বুঝতে পারি। পরে অসুস্থ অবস্থায় পরিবারের পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসএমপির বিমানবন্দর থানার ওসি খান মো. মাইনুল জাকির সময়ের আলোকে বলেন, পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর অচেতন হয়ে যান। এরপর তারা আর কিছু বলতে পারেন না। ঘরের কোনো জিনিসপত্র খোয়া গেছে কি না এখনও আমরা জানতে পারিনি। কারণ ওই পরিবারের সবাই এখন হাসপাতালে চিকিৎসাধীন। তারা সুস্থ হলে ঘটনার বিস্তারিত জানা যাবে।






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close