ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

সিলেটে একদিনে রেকর্ড ১৩ জনের মৃত্যু
প্রকাশ: রবিবার, ১৮ জুলাই, ২০২১, ৬:৩০ পিএম  (ভিজিট : ১২৩)
সিলেট বিভাগে আগের সব রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস কেড়ে নিয়েছে আরও ১৩ জনের প্রাণ। করোনায় মৃত্যুবরণকারী ১২ জন সিলেট জেলার বাসিন্দা; অন্যজন মৌলভীবাজার জেলার। এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনায় কেড়ে নিল মোট ৫৭০ জনের প্রাণ। এ ছাড়া শনাক্তের দিক দিয়েও আগের সকল রেকর্ড ভেঙেছে করোনা। গত ২৪ ঘটনায় অনতুন করে আরও ৬৮১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রোববার (১৮ জুলাই) দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিভাগের চার জেলায় করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ হাজার ৩৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৬১৫, সুনামগঞ্জে ৩ হাজার ৬৫৪, হবিগঞ্জে ৩ হাজার ৭৬৪ ও মৌলভীবাজারে ৪ হাজার ৩০২ জন।

এদিকে বিভাগের চার জেলায় করোনায় মারা যাওয়া মোট ৫৭০ জনের মধ্যে সিলেট জেলা ৪৫৮, সুনামগঞ্জে ৪২, হবিগঞ্জ ২৬ এবং মৌলভীবাজারে ৪৩ জন।

/জেডও/




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close