ই-পেপার বিজ্ঞাপনের তালিকা শুক্রবার ৩০ জুলাই ২০২১ ১৫ শ্রাবণ ১৪২৮
ই-পেপার শুক্রবার ৩০ জুলাই ২০২১
http://www.shomoyeralo.com/ad/amg-728x90.jpg

বিএনপির ঈদ: করোনার ঘেরাটোপে শুধুই আনুষ্ঠানিকতা
সাব্বির আহমেদ
প্রকাশ: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১, ১:৩৯ এএম | অনলাইন সংস্করণ  Count : 113

দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকেই অনেকটা নিরানন্দেই কাটছে বিএনপির নেতাকর্মীদের ঈদ। এর মধ্যে গেল বছর থেকে অতিমারি করোনা ঈদ আনন্দকে আরও ম্লান করেছে। এ বছর ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাও অনেকটা ঘরবন্দি কাটবে বিএনপি নেতাদের। বেশিরভাগ জ্যেষ্ঠ নেতা থাকবেন ঢাকায়। তবে বিএনপিদলীয় সংসদ সদস্যরা ঈদ উদযাপন করবেন নির্বাচনি এলাকায়। নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়সহ বেশকিছু সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ‘ঈদ রাজনীতি’ করার চেষ্টা থাকবে বলে জানা গেছে। 

বিএনপির স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন বলে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে। পরে তারা দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। সন্ধ্যায় স্থায়ী কমিটির কয়েকজন নেতার খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করার কথা থাকলেও এবার শুধু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া কেউ দেখা করবেন না। খালেদা জিয়া নিজেও সঙ্গনিরোধে থাকতে চাচ্ছেন। এমনটাই জানিয়েছেন তার একজন ব্যক্তিগত চিকিৎসকও।
 
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু ঈদের পরদিন নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। আমির খসরু মাহমুদ চৌধুরী ইতোমধ্যে নিজ এলাকা ঈদ করতে চট্টগ্রাম অবস্থান করছেন। তিনি সময়ের আলোকে বলেন, এবার ঈদে মিলনমেলা করার সুযোগ নেই। সবাই ঘরে বসে ঈদ উদযাপন করবেন।

দলের দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ইতোমধ্যে নিজ এলাকা ময়মনসিংহে চলে গেছেন। সময়ের আলোকে তিনি বলেন, ঈদে বিএনপির কোনো আনন্দ নেই। করোনা ও রাজনীতিসহ নানা কারণে ঈদ শুধুই আনুষ্ঠানিকতা মাত্র।

ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুলু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম, মীর নাসির হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন বলে জানা গেছে।

ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন গাজীপুরে ও সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ফরিদপুরে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন। খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু এলাকায় থেকে নেতাকর্মীদের নিয়ে ঈদ উদযাপন করবেন। দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বরিশালে, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন। 

সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার আবদুল মোক্তাদির সিলেটেই ঈদ উদযাপন করবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল নিজ এলাকাতেই ঈদ উদযাপন করবেন।

এদিকে বিএনপিদলীয় সংসদ সদস্য হারুন উর রশীদ, গোলাম মোহাম্মদ সিরাজ, মোশাররফ হোসেন, আমিনুল ইসলাম নিজের নির্বাচনি এলাকায় ঈদের নামাজ আদায় করবেন। তবে ব্রাহ্মণবাড়িয়ার উকিল আবদুস সাত্তার ও ঠাকুরগাঁওয়ের জাহিদুর রহমান কোথায় ঈদ উদযাপন করবেন তা জানা যায়নি। বিএনপির দুই তরুণ নেতা ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল ঢাকাতেই থাকবেন এবং বিকালে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : [email protected]