ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

জাপানিজদের গর্ব হবেন ওসাকা
প্রকাশ: শনিবার, ২৪ জুলাই, ২০২১, ৫:৪৮ এএম  (ভিজিট : ১১৮)
কোর্ট এবং কোর্টের বাইরে কঠিন সময় পার করেছেন গত কয়েক মাসে। তবে রোববার থেকে টোকিও অলিম্পিকের টেনিস ইভেন্ট যখন শুরু হবে, তখন কিন্তু ঠিকই পাদপ্রদীপের আলোয় থাকবেন নাওমি ওসাকা। গত মে মাসে ফ্রেঞ্চ ওপেনের মাঝপথে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। মানসিক অবসাদের কারণে গিয়েছিলেন লম্বা বিরতিতে। 

ফিরছেন অলিম্পিক দিয়ে, বলার অপেক্ষা রাখে না নিজ আঙিনায় নিরঙ্কুশ ফেবারিট চারটি গ্র্যান্ড স্লামজয়ী জাপানিজ ললনাই। ম্যাচের পর সংবাদ সম্মেলনে হাজির হওয়ার নিয়ম ভঙ্গ করায় ওসাকাকে প্রথমে জারিমানা করে ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ, হুঁশিয়ার করে দেয় এই বলে পরবর্তীতে এমন কাণ্ড ঘটালে আসর থেকে বহিষ্কার করা হবে তাকে। এরপর নিজেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন ২৩ বছর বয়সি তারকা। 

মূলত অল্প বয়সে তারকাখ্যাতি পাওয়াটাকে বোঝা মনে হচ্ছিল ওসাকার, নেটফ্লিক্সের এক ডকুমেন্টারিতে তিনি নিজেই বলেছেন, ‘যে পরিমাণ মনোযোগ আমি পাই, আমি মনে করি এটা কিছুটা হলেও বিরক্তিকর। এটার জন্য কেউ নিজেকে প্রস্তুত করে না। দ্রুত পাওয়া এই তারকাখ্যাতি বজায় রাখা আমার জন্য চাপ হয়ে উঠেছিল। তবে এখন যে যাই বলুক, আমি তা নিয়ে মাথা ঘামাই না।’

ফ্রেঞ্চ ওপেনের মাঝপথ থেকে সরে দাঁড়ানো ওসাকা অংশই নেননি উইম্বলডনে। এতে জাপানিজরা খুশিই হয়েছেন। তাদের বিশ্বাস, অলিম্পিকে নিজেকে আরও ভালোভাবে মেলে ধরতে মরিয়া থাকবেন ২৩ বছর বয়সি তরুণী। আশাবাদী হতে পারেন ওসাকা নিজেও। কারণ ক্যারিয়ারের চারটি গ্র্যান্ড স্লাম যে হার্ডকোর্টে জিতেছেন তিনি, টোকিও অলিম্পিকেও টেনিস হবে সেই হার্ডকোর্টেই। তাই তার হাত ধরে একটি সোনার পদক পাওয়ার আশায় বুক বাঁধছেন জাপানিজরা। তাদের আশার পালে বাড়তি হাওয়া দিচ্ছে সিমোনা হালেপ, সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস, সোফিয়া কেনিন, বিয়াঙ্কা আন্দ্রেস্কু, ভিক্টোরিয়া আজারেঙ্কাদের মতো তারকাদের অনুপস্থিতি।

করোনায় আক্রান্ত হওয়ায় মার্কিন টিনেজার কোকো গাউফও খেলতে পারছেন না অলিম্পিকে। তাই বলে অলিম্পিক টেনিসে মেয়েদের একক একেবারে তারকাশূন্য হয়ে পড়েনি। শীর্ষ র‌্যাঙ্কিংধারী অস্ট্রেলিয়ার অ্যাশলেই বার্টি আছেন, আছেন ফ্রেঞ্চ ওপেনের সাবেক চ্যাম্পিয়ন ইগা সোয়াতেকও। বার্টির সঙ্গে ফাইনালের আগে ওসাকার দেখা হওয়ার সুযোগ নেই। তবে কোয়ার্টার ফাইনালে দুই নাম্বার র‌্যাঙ্কিংধারী জাপানিজ ললনার সামনে বাধা হয়ে দাঁড়াবেন সোয়াতেক, যদি তারা এর আগের রাউন্ডগুলো ঠিকঠাক পার হতে পারেন। রোববার ওসাকা আসরে যাত্রা শুরু করবেন ঝেং সাইসাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। র‌্যাঙ্কিংয়ে ৫২তম স্থানে থাকা চাইনিজ ললনার বিপক্ষে অতীতের তিন সাক্ষাতে ২-১ ব্যবধানে এগিয়ে তিনি।

টোকিওর আরিয়াক টেনিস পার্কে নামার অপেক্ষায় এখন ওসাকা। তবে এ জন্য উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না স্বাগতিক তরুণী। তবে দেশের জন্য গর্ব বয়ে আনার জন্য মুখিয়ে তিনি, ‘টোকিওতে খেলব ভেবেই খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার সুযোগ নেই আমার। একটি অলিম্পিক গেমস নিজেই বিশেষ কিছু। তবে জাপানিজ ভক্তদের সামনে খেলার সুযোগ পাওয়া, এটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই। আশা করছি আমি তাদের গর্বিত করতে পারব।’ 

এদিকে তিউনিশিয়ান গর্ব ওন্স জাবেউর প্রস্তুত চ্যালেঞ্জ নিতে। প্রথম আরব ললনা হিসেবে গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে খেলা এই ললনা বলেছেন, ‘জুনে ফ্রেঞ্চ ওপেন শেষ হওয়ার পর থেকেই আমি অলিম্পিকের জন্য প্রস্তুতি নিয়েছি। আমাকে মনোযোগ ধরে রাখতে হবে। কারণ অনেক তিউনিশিয়ান গেমসে সেরাদের বিপক্ষে আমার থেকে সেরাটা প্রত্যাশা করছে। ম্যাচগুলো কঠিন হবে। তবে আমি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। টোকিওতে সোনার পদক জেতা আমার স্বপ্ন। সব থেকে গর্বের হচ্ছে তিউনিশিয়ার প্রতিনিধিত্ব করা।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close