ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের শিল্পকর্মের অনুলিপি নিয়ে প্রদর্শনী শুরু আজ
প্রকাশ: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১, ৪:৫১ পিএম  (ভিজিট : ২৩৬)
বাংলাদেশের শিল্প আন্দোলনের অন্যতম পথিকৃৎ শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের শিল্পকর্মের অনুলিপি নিয়ে প্রথমবারের মতো একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আয়োজনটি করেছে সফিউদ্দীন শিল্পালয়। 

আজ শুক্রবার (২২ অক্টোবর) বিকাল ৫টায় এ প্রদর্শনীর উদ্বোধন করবেন মুক্তিযোদ্ধা ও শিল্পী আবুল বারক আলভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক শিল্পী মো. মনিরুজ্জামান।

রাজধানীর ধানমন্ডির বাড়ি-২১/এ (প্রথম ফ্লোর) প্রদর্শনী চলবে ৫ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভ্রান্তিকর নকল ছবি কিনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন শৌখিন শিল্প সংগ্রাহক। এই ক্ষতি থেকে তাদের রক্ষা করাই প্রদর্শনীর মূল লক্ষ্য। সেইসঙ্গে জেনেশুনে অনুলিপি কিনে মানসিক প্রশান্তির দ্বার উন্মোচন করা। গ্যালারি কর্তৃপক্ষ এই অনুলিপিগুলোর প্রকৃত সার্টিফিকেট দেবে। 

এসএ


আরও সংবাদ   বিষয়:  শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ   সফিউদ্দীন শিল্পালয়  




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close