ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ১১:৩৯ এএম আপডেট: ২৬.১১.২০২১ ৩:১১ পিএম  (ভিজিট : ৩০০)
চট্টগ্রাম টেস্টে দ্রুত ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে সাইফ হাসান ১৪, সাদমান ইসলাম ১৪ করে সাজঘরে ফেরার পর ফিরেছেন অধিনায়ক মুমিনুল; তারপরই ফেরেন নাজমুল হোসেন শান্তও।

সাজিদ খানের করা প্রথম বলেই ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ দেন মোহাম্মদ রিজওয়ানের হাতে। আম্পায়ার আউট না দিলে রিভিউ চায় পাকিস্তান। তাতে দেখা যায় ব্যাটের কানায় লাগিয়েছেন বল মুমিনুল হক। মুমিনুলের আউটের পর টেকেননি শান্ত। পরের ওভারেই সাজঘরের পথে ফেরেন তিনি। নাজমুল হোসেন শান্তও ১৪ রান করে আউট হন। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২১ ওভার ৪ বল শেষে ৪ উইকেট হারিয়ে ৫৪ রান।

ব্যাট হাতে মাঠে আছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।

টি-টোয়েন্টিতে ব্যর্থতার পর আশা ছিল টেস্টে হয়তো তা পুষিয়ে নেওয়া যাবে। শুরুটাও ছিল বেশ ভালোই। প্রথম ৬ ওভারে ৬টি বাউন্ডারি এসেছে। তবে প্রথম বিপর্যয় আসে শাহিন শাহ আফ্রিদির বলে। ব্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় শর্ট লেগে আবিদ আলির হাতে। ফলে ফিরতে হয় সাইফ হাসানকে। তিন চারে ১২ বলে ১৪ রান করেন সাইফ। 

দ্বিতীয় আঘাত আসে ওপেনার সাদমানের সাজঘরে ফেরার মধ্য দিয়ে। ৮ম ওভারে হাসান আলির শেষ বলটিতে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন। ওপেনার সাদমানাও ১৪ রানের বেশি করতে পারলেন না। 

এর আগে, চট্টগ্রামে টেস্টে ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুক্রবার (২৬ নভেম্বর) সকালে টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। পাকিস্তানকে আমন্ত্রণ জানান ফিল্ডিংয়ের।

এ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে খেলে ১১ ম্যাচের কোনোটিতে জিততে পারেনি বাংলাদেশ। ১০ ম্যাচে হার বাকি একটি ম্যাচ হয়েছে ড্র। 

/আরএ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close