ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

চট্টগ্রামের স্টেডিয়ামের পাশে রাসায়নিক কারখানায় আগুন
প্রকাশ: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ১২:৩২ পিএম  (ভিজিট : ২৭৫)
চট্টগ্রাম মহানগরীর সাগরিকা এলাকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে হোমল্যান্ড নামক একটি রাসায়নিক কারখানায় আগুন লেগেছে।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের ১৩ গাড়ি ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির বিষয়টি পরে জানানো হবে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১১টার দিকে হোমল্যান্ড নামত ওই রাসায়নিক কারখানায় আগুন লাগে। এর কয়েক মিনিট পর সেখানে কয়েকটি বিস্ফোরণ ঘটে। রাসায়নিকের এই কারখানাতে বিপুল পরিমাণ দাহ্যপদার্থ রয়েছে।


আরও সংবাদ   বিষয়:  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম   চট্টগ্রাম   আগুন  




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close