মানুষের উত্তম পাঁচ গুণ
ইসলামের আলো ডেস্ক
|
![]() ১. তুমি হারাম থেকে বেঁচে থাকবে, তাহলে সবচেয়ে বড় ‘আবেদ’ (ইবাদতকারী) হবে। ২. আল্লাহ তোমাকে যাই দিয়েছেন, তাতেই সন্তুষ্ট হয়ে যাও, তাহলে সবচেয়ে বড় ধনী হবে। ৩. তোমার প্রতিবেশীর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করবে, তাহলে ‘মুমিন’ হবে। ৪. তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্যও তাই পছন্দ করবে, তাহলে ‘মুসলিম’ হবে। ৫. বেশি হাসবে না, কেননা বেশি হাসা অন্তরকে মৃত করে দেয়। (তিরমিজি : ২৩০৫) শিক্ষা কাউকে উপদেশ-নসিহত করতে হলে মুহব্বতের সঙ্গে করা। এতে শ্রোতার অন্তরে উপদেশবাণী খুব সহজেই রেখাপাত করে। অনেকেই অনেক ইবাদত-বন্দেগি করেন, কিন্তু হারাম থেকে বেঁচে থাকার ব্যাপারে সচেতন নন। ফলে গুনাহের কারণে সওয়াব হ্রাস পেতে থাকে। অনেকে নামাজ-রোজা ইত্যাদি ইবাদত ঠিকমতো আদায় করেন, কিন্তু পাড়া-প্রতিবেশীর কোনো খোঁজখবর রাখেন না। প্রিয়নবীজি যেমন নামাজ-রোজা করতেন, তেমনি পরিবার-প্রতিবেশীর খোঁজ-খবরও পুরোপুরি রাখতেন। এসব গুণ নবীজি খুব যত্নের সঙ্গে আবু হুরায়রা (রা.)-কে শিখিয়েছেন এবং অন্যকে শেখানোর জন্যও বলেছেন। তাই এসব গুণ নিজের মধ্যে ধারণ করা এবং যথাসম্ভব অন্যদেরকেও শেখানো উচিত।
|