ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

শিক্ষার্থীদের হাফ-পাশ নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন
প্রকাশ: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৬:৩৮ পিএম  (ভিজিট : ৩১৩)
শিক্ষার্থীদের নেতৃত্বে রাজধানীসহ সারাদেশে নিরাপদ সড়কের দাবিকে ইতিবাচকভাবেই দেখছেন নিরাপদ সড়ক চাই -এর চেয়ারম্যান চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, শিক্ষার্থীদের হাফ পাশের বিষয়টি তো পাকিস্তান আমল থেকে চলে আসছে। তখনো ট্রেনে, বাসে ও বিমানে ছাড়াও সিনেমা দেখতেও শিক্ষার্থীদের হাফ পাশের সুবিধা ছিল।

সোমবার (২৯ নভেম্বর) গণমাধ্যমের কাছে এসব কথা বলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পরও হাফ পাশের বিষয়টি চলছিল। কিন্তু ইদানিং যারা নেতৃত্ব দিচ্ছে, তারা অনেক শক্তিশালী ও প্রভাবশালী। ফলে এ হাফ পাশের সুবিধাটা মালিকও দেয় না, সরকারও না। 

তিনি আরও বলেন, বাসের মালিকরা ১৫টা সিটের বেশি ভাড়া নিচ্ছে। কিন্তু সাধারণ যাত্রীরা এই জিনিসটার হিসাব মেলাতে পারছে না। এমনকি তারা তাদের গাড়ি দুর্ঘটনায় পতিত হলে তা মেরামতের জন্য যে খরচ লাগে তা-ও যাত্রীর কাছ থেকে তুলছে বলে অভিযোগ করেন এ অভিনেতা।

/এমআইকে/জেডও/


আরও সংবাদ   বিষয়:  ইলিয়াস কাঞ্চন   




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close