ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

তালেবান সদস্যদের ভাই ডাকলেন কারজাই
প্রকাশ: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ৪:০৮ পিএম  (ভিজিট : ২৩৫)
আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হামিদ কারজাই এখন তালেবান সদস্যদের ‘ভাই’ বলে সম্বোধন করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তালেবান সদস্যদের ‘ভাই’ সম্বোধন করেন। সাক্ষাৎকার দেওয়ার আগে তালেবানের সঙ্গে বৈঠকে বসেছিলেন কারজাই। তিনি বলেন, ‘আমি তালেবান সদস্যদের ভাইয়ের মতো দেখি। এ ছাড়া আফগানদেরও ভাইয়ের মতো দেখি।’

উল্লেখ্য, আফগানিস্তানে ২০০১ সালে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রেসিডেন্ট হয়েছিলেন হামিদ কারজাই। ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। সে সময় তার সরকারকে উৎখাত করতে সচেষ্ট ছিল তালেবান। আবার কারজাই সরকারও চেষ্টা চালিয়েছে তালেবান দমনে। 

কারজাই বলেন, যখন ক্ষমতায় ছিলেন তখন তালেবান সদস্যদের ভাই বলে সম্বোধন করলে যে উদ্দেশ থাকত, এখনও সেই উদ্দেশ নিয়েই তাদের ভাই বলে সম্বোধন করেছেন তিনি। তালেবানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন কারজাই। এ ছাড়া তালেবান ক্ষমতা দখলের পর যারা দেশ ছেড়েছেন, তাদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

/এমএইচ/




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close