প্রকাশ: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ৬:১৮ পিএম আপডেট: ০৪.১২.২০২১ ৬:২৪ পিএম | অনলাইন সংস্করণ Count : 369
করোনায় ঘরবন্দি সময়ে ছাদ বাগানে গাছের পরিচর্যা করেই বেশিরভাগ সময় কাটিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ছাদ বাগানে সবজি ও ফলের ছবি পোস্ট করেন জয়া।
শনিবার (৪ ডিসেম্বর) ডালাভর্তি কাঁচা হলুদের ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন, সদ্য তোলা সোনালী রঙা হলুদের মনমোহিনী ঘ্রাণ…।
জানা গেছে, রাজধানীর ইস্কাটনের বাসার ছাদে হলুদ গাছ লাগিয়েছিলেন জয়া। শুধু হলুদই নয়, এই বাগানে রয়েছে থাই বেগুন, বরবটি, শিম, লেবু, মাল্টা, ডুমুর, বেদানা, বরই, পেয়ারা, সফেদা, বেরি, কামরাঙা ও ভেষজ নানা রকম গাছ। রয়েছে বেশ কিছু বিদেশি সবজি, ফল ও ফুলগাছও।
সম্প্রতি লন্ডন থেকে ফিরেছেন জয়া। মাকে নিয়ে লন্ডনে ঘুরিয়ে বেড়িয়েছেন তিনি।
/আরএ