ই-পেপার বিজ্ঞাপনের তালিকা শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৭ আশ্বিন ১৪৩০
ই-পেপার শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩
http://www.shomoyeralo.com/ad/Amin Mohammad City (Online AD).jpg

মালিতে জঙ্গি হামলায় নিহত ৩১
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ৭:১৪ পিএম | অনলাইন সংস্করণ  Count : 253

মালিতে যাত্রীবাহী একটি বাসে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। শুক্রবার স্থানীয় একটি বাজারের দিকে যাওয়ার সময় বাসটিতে হামলা চালানো হয়। পাশের শহর বানকাসের মেয়র মৌলায়ে গুয়িন্দো বলেন, সপ্তাহে দুদিন সংঘগ্রাম থেকে বান্দিয়াগারা বাজারের দিকে একটি বাস ছেড়ে যায়। দুই এলাকার দূরত্ব ১০ কিলোমিটার। গতকাল বাসটি বান্দিয়াগারা বাজারের দিকে যাওয়ার সময় এটিকে হামলার লক্ষ্যবস্তু করে বন্দুকধারীরা। তিনি আরও বলেন, একদল অস্ত্রধারী গাড়িটি লক্ষ করে গুলি ছুড়েছে, টায়ার কেটে দিয়েছে এবং লোকজনকে গুলি করেছে।

গুয়িন্দো এবং স্থানীয় আরেক কর্মকর্তা জানান, কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। আরও অনেকে আহত ও নিখোঁজ রয়েছে। গ্রামগুলো মোপতি অঞ্চলের কেন্দ্রভাগে অবস্থিত। সম্প্রতি মালির এ অঞ্চলে আল-কায়েদা ও আইএস-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা ও সহিংসতা বাড়তে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বাসের জানালার ফ্রেমগুলো বেঁকে গেছে। বাসটির সিটে মৃতদেহগুলো পড়ে আছে। তবে ছবিগুলোর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আফ্রিকার সাহেল অঞ্চলজুড়ে জঙ্গিদের হামলার সংখ্যা বেড়েছে। মালি, বুরকিনা ফাসো ও নাইজারে হাজারো মানুষকে হত্যা করা হচ্ছে। বাস্তুচ্যুত হচ্ছে লাখো মানুষ।

/এমএইচ/




http://www.shomoyeralo.com/ad/Google-News.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com