ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

দ্বিতীয় দিন: ৩৮ বলের পর বৃষ্টিতে আবারও খেলা বন্ধ
প্রকাশ: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ৩:৩৯ পিএম আপডেট: ০৫.১২.২০২১ ৩:৪৪ পিএম  (ভিজিট : ২৭৬)
আলো স্বল্পতা ও বৃষ্টির কারণে ভেস্তে যায় বাংলাদেশ-পাকিস্তানের ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন। দ্বিতীয় সেশনে খেলা শুরু হলে, ৩৮ বল লড়াইয়ের পর আবারও বৃষ্টিতে বন্ধ হয়েছে খেলা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ৫৭ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৬১ রান তুলেছিলো পাকিস্তান। আজ ৩৮ বল খেলার পর, পাকিস্তানের স্কোর এখন ৬৩ দশমিক ২ ওভারে ২ উইকেটে ১৮৮ রান। আজহার আলি ৫২ ও অধিনায়ক বাবর আজম ৭১ রানে অপরাজিত আছেন।

আলো স্বল্পতার কারণে টেস্টের প্রথম দিন ৩৩ ওভার খেলা হয়নি। প্রথম দিন দুই ওপেনার আবিদ আলি ৩৯ ও আব্দুল্লাহ শফিক ২৫ রান করে আউট হয়। পাকিস্তানের পতন হওয়া দু’টি উইকেটই নেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। বাসস।

/এসএম


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   পাকিস্তান   ঢাকা টেস্ট  




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close