প্রকাশ: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ৭:৫৫ পিএম | অনলাইন সংস্করণ Count : 264
ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং আইনের মামলায় সিলেটের সাবেক ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে যুক্তি উপস্থাপনের জন্য ২৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (২০ ডিসেম্বর) এ মামলায় আসামি পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল।
এদিন ডিআইজি পার্থের আইনজীবী এহেসানুল হক সমাজী যুক্তি উপস্থাপন পেছানোর জন্য সময় আবেদন করেন। শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম সময়ের আবেদন মঞ্জুর করে যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেন। এদিন ডিআইজি পার্থকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জুলাই সকাল থেকে পার্থ গোপালকে জিজ্ঞাসাবাদের পর বিকেলে তার গ্রিন রোডের বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সহকারী পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
/আরএ