ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বিশ্বে কমেছে সংক্রমণ ও মৃত্যু
প্রকাশ: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ১১:৫১ এএম  (ভিজিট : ৪৪৭)
গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় একইসঙ্গে মৃত্যু ও সংক্রমণ দুটোই কমেছে। একদিনের ব্যবধানে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ৩ লাখ ৩৩ হাজারের বেশি, এ সময় এ রোগে মৃত্যু কমেছে প্রায় ২ হাজার। 

রোববার (২৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টার ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী এ সংখ্যা জানা যায়।  
 
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৮৪১ জন এবং এ রোগে মারা গেছেন ৩ হাজার ৯০৭ জন। আগের দিন শুক্রবার বিশ্বে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮ লাখ ১৫ হাজার ৫৬৪ জন এবং এই রোগে মারা গিয়েছিলেন ৫ হাজার ৮৬০ জন।

হিসেব করে দেখা যাচ্ছে, ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ৩ লাখ ৩৩ হাজার ৭২৩ জন এবং মৃতের সংখ্যা কমেছে ১ হাজার ৯৫৩ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সংক্রমণ ঘটেছে ফ্রান্সে। আর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৬১১ জন এবং এ রোগে মারা গেছেন ৮৪ জন। একই দিন রাশিয়ায় করোনায় মারা গেছেন ৯৮১ জন এবং এ রোগে নতুন আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৯৪৬ জন।

এ ছাড়া প্রাণহানি ও সংক্রমণের তালিকায় থাকা শীর্ষ অন্য দেশগুলো হলো ইতালি, যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত ৮ মার্চ ২০২০। এর দশ দিন পর ১৮ মার্চ এ রোগে দেশে প্রথম মৃত্যু হয়।

/জেডও/


আরও সংবাদ   বিষয়:  করোনা  




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close