প্রকাশ: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ৭:১৭ পিএম (ভিজিট : ৫২৮)
মুক্তিযুদ্ধের দায়িত্ব কলঙ্কিত, বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকাকে অপমানিত এবং ভুয়া জন্মদিন পালনের অভিযোগে করা মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
সোমবার এই দুই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়া অসুস্থ থাকায় সময়ের আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। শুনানি শেষে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক তোফাজ্জল হোসেন সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ প্রদান করেন।
যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে ২০১৬ সালের ৩ নভেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির এ মামলাটি দায়ের করেন।
অন্যদিকে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
এফএইচ