প্রকাশ: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ১:৫২ পিএম (ভিজিট : ৫৬৯)
বর্ষসেরা অপরাধ বিষয়ক সাংবাদিকের পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আদনান রহমান ও জসীম উদ্দীন। দুটি পৃথক ক্যাটাগরিতে তারা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্র্যাব) ২০২১ সালের সেরা রিপোর্টিং পুরস্কার পেয়েছেন।
বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাদের বিজয়ী ঘোষণা করা হয়।
ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আদনান রহমান নারী, শিশু ও মানবপাচার এবং জ্যেষ্ঠ প্রতিবেদক জসীম উদ্দীন মাদক বিষয়ক বিশেষ প্রতিবেদন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।
পুরস্কার হিসেবে উভয়েই নগদ ৫০ হাজার টাকা করে পাবেন। এছাড়া তাদের ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হবে।
এফএইচ