ই-পেপার বুধবার ৬ ডিসেম্বর ২০২৩
বুধবার ৬ ডিসেম্বর ২০২৩

ওমিক্রনকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলছে ডব্লিউএইচও
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৭:২৮ পিএম  (ভিজিট : ২৭৯)
মহামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমক্রিন নিয়ে আবারও সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। বুধবার (২৯ ডিসেম্বর) ওমিক্রনকে ‘উচ্চ ঝুঁকি’ হিসেবে বর্ণনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে অনেক দেশে রেকর্ড পরিমাণ ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এটা পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

ডব্লিউএইচও এমন সময় একথা বলেছে যখন ইউরোপিয়ান দেশ ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, গ্রিস এবং পর্তুগালে রেকর্ড দৈনিক সংক্রমণ দেখা গেছে। মঙ্গলবার ফ্রান্স ২৪ ঘণ্টায় প্রায় এক লাখ ৮০ হাজার আক্রান্তের রেকর্ড হয়েছে। যা মহামারি শুরু হওয়ার পর দেশটিতে সর্বোচ্চ সংক্রমণ।

এদিকে, ওমিক্রনের বিস্তার রোধে ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। 

এর আগেও ওমিক্রন নিয়ে সতর্ক বার্তা দিয়েছিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহামারির এই ভ্যারিয়েন্টের বিস্তার রোধে ক্রিসমাসের বিভিন্ন অনুষ্ঠান বাতিল বা পেছানোর কথা বলেছিলো সংস্থাটি। 

এদিকে, আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বুধবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন ৫৪ লাখ ৩১ হাজার ৮ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮ কোটি ৩২ লাখ ১০ হাজার ৮৬৪ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৫ কোটি ১৮ লাখ ১৪ হাজার ২৭১ জন।

এফএইচ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com
close
https://www.shomoyeralo.com/ad/1698384544SA-Live-Update.jpg