প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৬:৩৯ পিএম | অনলাইন সংস্করণ Count : 250
বয়সটা ৩৭, নিউজিল্যান্ডের হয়ে খেলে ফেলেছেন শতাধিক টেস্ট ও ওয়ানডে। কিউইদের হয়ে সর্বোচ্চ রানও তার। নিউজিল্যান্ডের সেই কিংবদন্তি ক্রিকেটার রস টেলর এবার দিলেন অবসরের ঘোষণা। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন এই ব্যাটার। আর এপ্রিলে নেদারল্যান্ডস এর বিপক্ষে ওয়ানডে এর মাধ্যমে বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে।
বৃহস্পতিবার এক টুইটে বিষয়টি নিশ্চিত করেন এ টেলর নিজেই। তিনি বলেন, ‘দেশের ঘরোয়া ক্রিকেট শেষে আজ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিচ্ছি। তবে তার আগে বাংলাদেশের বিপক্ষে আরও দুইটি টেস্ট এবং অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডের বিপক্ষে সব মিলিয়ে ৬টি ওয়ানডে খেলতে চাই। দীর্ঘ এই ১৭ বছর ক্যারিয়ারে অবিশ্বাস্য সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। নিজের দেশের হয়ে খেলা বরাবর সন্মনের বিষয়।’
৩৭ বছর বয়সী ডান-হাতি কিউই ব্যাটার এ পর্যন্ত দেশের হয়ে ২৩৩টি ওয়ানডে খেলে রান করেছেন ৮ হাজার ৫৮১। আছে ২১টি শতক আর ৫১টি অর্ধশতকের ইনিংস। অন্যদিকে ১১০ টেস্ট খেলে রান করেছেন ৭ হাজার ৫৮৪, রয়েছে ১৯টি শতক আর ৩৫টি অর্ধশতকের ইনিংস। বল হাতেও টেলর নিয়েছেন দুটি টেস্ট উইকেট।
আসন্ন বাংলাদেশ সিরিজে কনুইয়ের চোঁটে খেলছেন না কেইন উইলিয়ামসন। তার দীর্ঘদিনের সতীর্থ এবং ব্যাটিং সঙ্গীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘রস এতদিন ধরে দলের মূল অংশে ছিল এবং এই দেশে খেলাটিকে আরও ভাল জায়গায় নিয়ে আসার জন্য সে অত্যন্ত গর্বিত হতে পারে। সে একজন বিশ্বমানের খেলোয়াড়। এত দীর্ঘ সময় ধরে ব্যাট হাতে সেরা এবং ব্যক্তিগতভাবে তার সাথে বিভিন্ন ফরম্যাটে অনেকভাবে জড়িত আমরা। তার সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত।’
/এএসএম/এমএইচ/