ই-পেপার বিজ্ঞাপনের তালিকা শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৭ আশ্বিন ১৪৩০
ই-পেপার শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩
http://www.shomoyeralo.com/ad/Amin Mohammad City (Online AD).jpg

রামপুরায় বাস চাপায় নিহত সেই মাঈনউদ্দিন পেলেন জিপিএ ৪.১৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৮:১৪ পিএম | অনলাইন সংস্করণ  Count : 349

গত ২৯ নভেম্বর রাতে রাজধানীর রামপুরায় বাস চাপায় নিহত মাইনউদ্দিন ইসলাম জিপিএ ৪ দশমিক ১৭ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বৃহস্পতিবার একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক সাইফুল ইসলাম জানান, এবার তাদের বিদ্যালয়ের ১৫৯ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ১৫৪ জন পাস করেছে। এদের মধ্যে মাঈনউদ্দিনও আছেন।

মাঈনউদ্দিনের সহপাঠীরা জানান, এসএসসির ফল শুনে তার মা রাশেদা বেগম ও বাবা আব্দুর রহমান ভান্ডারী শুনে কেঁদে ফেলেন ।

তারা আরও জানান, অনটনের সংসারে দুই ভাই আর এক বাক প্রতিবন্ধী বোনের মধ্যে মাঈনউদ্দিন ছিল সবার ছোট। বাবা আব্দুর রহমান ভান্ডরী রাস্তার পাশে টং দোকানে চা-পান বিক্রি করেন। স্কুল থেকে ফিরে বাবার কাজে সহায্য করত সে।পরিবারের একমাত্র সেই পড়ালেখা করতো। স্বপ্ন ছিল শিক্ষাজীবন শেষ করে সংসারে স্বচ্ছলতা আনার। সে স্বপ্ন আর পূরণ হলো না।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ঢাকার রামপুরায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হন মাইনুদ্দিন ইসলাম। ঘটনার পর ঘটনাস্থলে জড়ো হয়ে ১২টি গাড়িতে আগুন দেয় স্থানীয়রা। এ সময় রাস্তা বন্ধ করে দেয় তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

/এমএইচ/




http://www.shomoyeralo.com/ad/Google-News.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com