প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৭:৫৪ এএম (ভিজিট : ৪১৫২)
সময়কে কেন্দ্র করেই মানুষের জীবন। অনন্ত প্রবাহিত সময়ধারা থেকে যে খণ্ড সময়টুকু আমরা জীবন রচনার জন্য পাই তা অতি সামান্য, কিন্তু খুবই মূল্যবান। মানুষের জীবন আসলে কিছুদিনের সমষ্টি। একটি দিন চলে যাওয়ার অর্থ জীবনের একটি অংশ নিঃশেষ হয়ে যাওয়া। অসংখ্য হাদিসে সময়ের মূল্য ও জীবনের গুরুত্ব প্রদানের তাগিদ রয়েছে।
একটি হাদিসে নবীজি (সা.) বলেন, ‘পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের আগমনের আগে গনিমত মনে করো। বার্ধক্যের আগে যৌবনকে, অসুস্থতার আগে সুস্থতাকে, দরিদ্রতার আগে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার আগে অবসরকে এবং মৃত্যুর আগে জীবনকে।’ (মুসান্নাফে ইবনে আবি শায়বা : ৩৫৪৬০)।
এমনকি জান্নাতের অনন্ত সুখের জায়গায় গিয়েও মানুষ অবহেলায় হারিয়ে ফেলা সময়ের কারণে আফসোস করবে। রাসুল (সা.) বলেন, ‘জান্নাতের অধিবাসীগণ দুনিয়ার কোনো কিছুর জন্য আফসোস করবে না। শুধু সেই সময়গুলো জন্য আফসোস করবে, যা আল্লাহর জিকির ছাড়া অতিবাহিত হয়েছে।’ (তাবারানি : ২০/৯৩; তারগিব : ২/৩৭৫)