ই-পেপার বুধবার ৬ ডিসেম্বর ২০২৩
বুধবার ৬ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র নতুন কমিটির শপথ গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৭:১৩ পিএম আপডেট: ৩১.১২.২০২১ ৭:২৮ পিএম  (ভিজিট : ৯১৪)
চট্টগ্রাম সমিতি-ঢাকা’র ২০২২-২৩ মেয়াদে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর পল্টনের তোপখানা রোডের চট্টগ্রাম সমিতি মিলনায়তনে শপথ নেয় নতুন কমিটি। সমিতির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আনসারুল করিম নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। 

শুক্রবার (৩১ ডিসেম্বর) সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. ওয়াহিদ উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির সহসভাপতি ও কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, হাসপাতাল কমিটির চেয়ারম্যান আবু আলম চৌধুরী, সাবেক সচিব ও হাসপাতাল কমিটির সদস্য মো. দিদারুল আনোয়ার। এছাড়াও সমিতির ট্রাস্টি বোর্ড, উপদেষ্টা পরিষদ, হাসপাতাল কমিটির কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শপথ নেওয়া নবনির্বাচিত ২৬ সদস্য হলেন- সভাপতি জয়নুল আবেদিন জামাল, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম চৌধুরী, মো. মহিউল ইসলাম মহিম, ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন (হিরো), অর্থ সম্পাদক মোহাম্মদ নাছের (নাছির), যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ সালাহ্উদ্দীন চৌধুরী ও মো. গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আনিচ উল মাওয়া (আরজু), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), সাহিত্য ও সেমিনার সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী, ক্রীড়া সম্পাদক সৈয়দ আলম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ তৌহিদুর রহমান, দফতর সম্পাদক আজম উদ্দীন তালুকদার, আন্তর্জাতিক সম্পাদক মহিউদ্দিন আহমদ চৌধুরী, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আলম ইশরাক চৌধুরী; নির্বাহী সদস্য- মো. গিয়াস উদ্দীন খান, শফিকুর রহমান শফিক, আবরাজ নুরুল আলম, মো. মামুনুর রশীদ রাসেল, মাহ্মুদ পিয়ারু, মো. গিয়াস উদ্দীন, পারভেজ মো. চৌধুরী, মোহাং বদিউল আলম, মোকছেদ আলম মনজু, মোহাম্মদ লোকমান ফারুকী প্রমুখ। শপথ নেওয়া নবনির্বাচিত ২৬ সদস্য হলেন- সভাপতি জয়নুল আবেদিন জামাল, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম চৌধুরী, মো. মহিউল ইসলাম মহিম, ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন (হিরো), অর্থ সম্পাদক মোহাম্মদ নাছের (নাছির), যুগ্ম সাধারণ সম্পাদক মাহ্মুদ সালাহ্উদ্দীন চৌধুরী ও মো. গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আনিচ উল মাওয়া (আরজু), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), সাহিত্য ও সেমিনার সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী, ক্রীড়া সম্পাদক সৈয়দ আলম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ তৌহিদুর রহমান, দফতর সম্পাদক আজম উদ্দীন তালুকদার, আন্তর্জাতিক সম্পাদক মহিউদ্দিন আহমদ চৌধুরী, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আলম ইশরাক চৌধুরী; নির্বাহী সদস্য- মো. গিয়াস উদ্দীন খান, শফিকুর রহমান শফিক, আবরাজ নুরুল আলম, মো. মামুনুর রশীদ রাসেল, মুহাম্মদ পিয়ারু, মো. গিয়াস উদ্দীন, পারভেজ মো. চৌধুরী, মোহাং বদিউল আলম, মোকছেদ আলম মনজু, মোহাম্মদ লোকমান ফারুকী প্রমুখ। 

এর আগে গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত চট্টগ্রাম সমিতি ঢাকা’র দ্বি-বার্ষিক (২০২২-২০২৩ মেয়াদের) নির্বাচনে জয়নুল আবেদীন জামাল সভাপতি ও মোহাম্মদ শাহাদাত হোসেন (হিরো) সাধারণ সম্পাদকসহ তাদের পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে।

/আরএ


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম সমিতি ঢাকা  




এই ক্যাটেগরির আরো সংবাদ


সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com
close
https://www.shomoyeralo.com/ad/1698384544SA-Live-Update.jpg