প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৭:৩৯ পিএম আপডেট: ৩১.১২.২০২১ ৮:০৫ পিএম | অনলাইন সংস্করণ Count : 330
নিজেকে আর্কষণীয় করতে তুলতে খেলোয়াড়রা ‘ট্যাটু’ অঙ্কন করেন। ফুটবলার লিওনেল মেসি, কিংবা নেইমার অথবা ক্রিকেটার বিরাট কোহলি বা বেন স্টোক- এই সব তারকা খেলোয়াড়দের শরীরে শোভা পায় নানা ধরনের ‘ট্যাটু’। ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো খুব কম খেলোয়াড়ই আছেন, যাদের শরীরে নেই কোনো ট্যাটু। তবে ‘সমাজে ভালো উদাহরণ তৈরি করতে’ ফুটবারদের গায়ে ট্যাটু আঁকা নিষিদ্ধ করেছে চীনের প্রশাসন। ইতিমধ্যেই যারা ট্যাটু আঁকিয়েছেন তাদের তা মুছে ফেলার কড়া নির্দেশ দিয়েছে দেশটি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরে চীনের সমাজতান্ত্রিক দলের বিশুদ্ধতা অভিযানের অংশ হিসেবে দেশটির ফুটবল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। এ নির্দেশের পর থেকে জাতীয় দলের ফুটবলাররা নিয়মিতই শরীরের ট্যাটু ঢেকে মাঠে নেমে থাকেন। চীনের ক্রীড়া প্রশাসন নতুন বিবৃতিতে জানিয়েছে, জাতীয় দলের খেলোয়াড়দের নতুন ট্যাটু অঙ্কন কঠোরভাবে নিষিদ্ধ। শরীরে ট্যাটু থাকলে মুছে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ পরিস্থিতিতে, অনুশীলন কিংবা টুর্নামেন্টে ট্যাটু ঢেকে মাঠে নামতে হবে।
জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব স্পোর্ট অব চায়নার (জিএএস) বিবৃতি, ‘ব্যবস্থাপনার অংশ হিসেবে জাতীয় দলের সব পর্যায়ে খেলোয়াড়েরা এ নিয়মের প্রতিফলন ঘটাবেন সমাজে ভালো উদাহরণ তৈরি করতে। জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়দের নতুন ট্যাটু অঙ্কন থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দেয়া হচ্ছে। যাদের শরীরে ট্যাটু রয়েছে, তাদের সেগুলো মুছে ফেলতে হবে। বিশেষ পরিস্থিতিতে দলের সম্মতির ভিত্তিতে খেলোয়াড়েরা অনুশীলনে কিংবা ম্যাচে ট্যাটু ঢেকে মাঠে নামতে পারবেন।’
/এএসএম/