ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

করোনা সংক্রমণে ফের রেকর্ড
প্রকাশ: শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২, ১১:১০ এএম আপডেট: ১৫.০১.২০২২ ১১:১৪ এএম  (ভিজিট : ২০১)
বিশ্বের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে করোনার নতুন সংক্রমণ। একদিনে সর্বোচ্চ ৩৩ লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ দিন বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত  ২৪ ঘণ্টায় বিশ্বে শনাক্ত হয়েছেন ৩৩ লাখ ১৩ হাজার ৯১৫ জন। যা করোনার ইতিহাসে সর্বোচ্চ। অন্যদিকে একই সময় মারা গেছেন আরও ৭ হাজার ৮৭৪ জন।

শনিবার (১৫ জানুয়ারি) সকাল পর্যন্ত গত একদিনে মৃত্যু ও সংক্রমণের এ তথ্য জানায় ওয়ার্ল্ডওমিটারস।

সংস্থাটির তথ্য মতে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩২ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ১২৮ জন। এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৪৬ হাজার ৭৫৬ জনে এবং সুস্থ হয়েছেন ২৬ কোটি ৫২ লাখ ৭০ হাজার ১৬৫ জন।

শুধু যুক্তরাষ্ট্রেই মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৬১ লাখ ৪১ হাজার ১৭২ জনে। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৭১ হাজার ৫১৯ জনের। 

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে ভারতে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৪৭৪ জন সংক্রমিত এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৭৮০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৯ লাখ ২৭ হাজার ২০৩ জন। মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২০ হাজার ৮৪৭ জনের।

উল্লেখ্য, এর একদিন শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান আরও ৭ হাজার ২৯৯ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হন ৩১ লাখ ৭৫ হাজার ৫৪৮ জন। যা করোনার ইতিহাসে ছিল দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ।

/আরএ


আরও সংবাদ   বিষয়:  করোনা  




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close