ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

গাজী পেপার মিলসে আগুনে দগ্ধদের সকলেই না ফেরার দেশে
প্রকাশ: মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২, ৭:৪৯ পিএম  (ভিজিট : ৩০৬)
নারায়ণগঞ্জের মদনপুরের গাজী পেপার মিলস্ লিমিটেড আগুনের ঘটনায় দগ্ধ শাহীন (৪২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শাহীন কুমিল্লার নাঙ্গলকোট থানার মফিজুর রহমানের ছেলে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে একই ঘটনায় চার জনের মৃত্যু হলো।

গত ১৫ জানুয়ারি রাতে দগ্ধ হন তারা। পরে তাদের উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। ওইদিন রাতেই দুই জনের মৃত্যু হয়েছিল।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, পেপার মিলে আগুনের ঘটনায় মো. শাহিন নামের আরো এক জনের মৃত্যু হয়েছে। তার শরীরে ৭০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনার যারা চিকিৎসাধীন ছিলেন তারা সকলে মারা গেছেন।

এদিকে ঢামেক সূত্র জানায়, সোমবার রাতে দগ্ধ হাফিজুর রহমানের মৃত্যু হয়। মঙ্গলবার মারা গেলেন শাহীন। এর আগে ঘটনার রাতে আব্দুল হক (৫৫) মারা যান। তিনি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার উত্তরপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তার শরীরে ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আব্দুল হকের আগে একই রাতে হানিফ নামের আরও একজন মারা যান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের ঘটনায় যারা চিকিৎসা নিতে এসেছিল তারা সকলে মারা গেছেন। সর্বশেষ শাহীনও মারা যায়। এ ঘটনায় চারজনের মৃত্যু হলো




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close