ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

মেসিবিহীন আর্জেন্টিনার চিলির বিপক্ষে জয়
প্রকাশ: শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২, ১২:২৪ পিএম আপডেট: ২৮.০১.২০২২ ১:৫৭ পিএম  (ভিজিট : ২৯৮)
চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। দলের হয়ে গোল দুটি করেছেন আনহেল ডি মারিয়া ও লতারো মার্টিনেজ। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। তার সুফলও পায় খুব জলদি। ম্যাচের ১০ মিনিটে বক্সের বাইরে থেকে বাম পায়ের ট্রেডমার্ক বাঁকানো শটে বল জালে জড়ান ডি মারিয়া। 

চিলিও অবশ্য অনেকক্ষণ পিছিয়ে থাকে নি। ঠিক ১০ মিনিট পর তাদের প্রথম ও একমাত্র গোলটি করেন বেন ব্রেরেটন। হাফ টাইমের ঠিক ১১ মিনিট আগে চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভোর ইনজুরির সুযোগ নিয়ে করা লতারো মার্টিনেজের গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে ডি মারিয়া বলেন, আমরা জানতাম এতো উঁচুতে, দীর্ঘ ফ্লাইটের পর ম্যাচটি আমাদের জন্য সহজ হবে না। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা ম্যাচটি জিতেছি।

তিনি আরও বলেন, আজ আমরা বিশ্বের সেরা ফুটবলার এবং আমাদের কোচকে ছাড়াই মাঠে নেমেছিলাম। এই জয় তাদের জন্য।

এই হার চিলির কাতার বিশ্বকাপে খেলার পথে বড় ধাক্কা। ১৬ পয়েন্ট নিয়ে তারা আছে ৭ম স্থানে। হাতে আছে আর মাত্র ৩ ম্যাচ। 

অপরদিকে, টেবিলের শীর্ষে থাকা ব্রাজিলের ঠিক পরেই আছে আর্জেন্টিনা। ইতোমধ্যেই তারা ২০২২ কাতার বিশ্বকাপে কুয়ালিফাই করেছে। ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ইকুয়েডরেরও বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত। 

/আইএইচ/আরএ


আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা   চিলি   ডি মারিয়া   কাতার বিশ্বকাপ  




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close