ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
জায়েদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ নিপুনের
প্রকাশ: শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২, ১:৪০ পিএম আপডেট: ২৮.০১.২০২২ ২:০৮ পিএম  (ভিজিট : ৪৭৬)
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ উঠেছে। সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান চাদরের নিচে থেকে ভোট চাওয়ার সময় টাকা দিচ্ছেন, এমন অভিযোগ তুলেছেন আরেক সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ।

আজ শুক্রবার (২৮ জানুয়ারি) বেলা পৌনে ১টায় নিপুণ সাংবাদিকদের ডেকে বলেন, 'আমরা অনেকক্ষণ ধরেই শুনছি এফডিসির প্রবেশ পথ থেকে একটু দূরে দাঁড়িয়ে ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান। বারবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেও এর প্রতিকার পাচ্ছি না।'

তিনি আরো বলেন, 'এ জায়গায় দাঁড়িয়ে ভোট চাওয়াই নিষেধ। এরা ভোট চাইছে, টাকা দিচ্ছে। তাই এখন আমরাও এখানে দাঁড়াবো।'

এ সময় নিপুণ প্যানেলের সদস্যপদ প্রার্থী ফেরদৌস বলেন, 'আমিও দেখেছি জায়েদ ও তার কয়েকজন কর্মী ভোটারদের আড়ালে নিয়ে কথা বলছে। শিল্পীদের নির্বাচনে এটা কাম্য নয়।'

নিপুণ এ সময় সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করেন।


আরও সংবাদ   বিষয়:  জায়েদ খান   নিপুন   বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন  




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close