সিসি ক্যামেরার ফুটেজ দেখে ৪ মোটরসাইকেল চোর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
|
![]() সোমবার (২৩ মে) রাতে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, সুমন আহাম্মেদ (২২), আল আমিন (২৭), মো. আলীম (৩০) ও ইসমাইল হোসেন (২৪)। বিষয়টি নিশ্চিত করে টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ জানান, একটি মামলার সূত্র ধরে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চোর চক্রের সদস্যদের শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আসমিদের গ্রেপ্তাদের জন্য মাঠে নামে। গাজীপুরের সুমন আহাম্মেদকে একটি চোরাই জারা কোম্পানীর মোটরসাইকেলসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করে এবং মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সন্ধান দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ থেকে চোরাই মোটরসাইকেলসহ মো. আবুল কালামকে আটক করা হয়। তার কাছ থেকে ১টি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয়। ওসি জাবেদ মাসুদ আরও জানান, মো. আবুল কালামকে জিজ্ঞাসাবাদে সে জানায়, তাদের সিন্ডিকেটের সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এলাকায় রয়েছে। পরে সেখান থেকে একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। এরপর নরসিংদী থেকে চোর সিন্ডিকেটের সদস্য ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই জানায়, ঢাকা, গাজীপুর ও আশপাশের এলাকা থেকে তারা মোটরসাইকেল চুরি করে তাদের সিন্ডিকেটের সদস্যদের মাধ্যমে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নেত্রকোনাসহ সীমান্ত এলাকায় বিক্রি করে। মোটরসাইকেল চোর সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করা ও চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। /এসকে
|