আমেরিকায় নওশিনের বেবি শাওয়ার
আনন্দ সময় প্রতিবেদক
|
![]() শনিবার (২৫ জুন) এ উপলক্ষে আমেরিকায় আয়োজন করা হয় নওশীনের বেবি সাওয়ার। যেখানে অংশ নেন রিচি সোলায়মান, কাজী মারুফ, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানাসহ বেশ কয়েকজন বাংলাদেশি তারকা। অনুষ্ঠানটি হয় নিউ ইয়র্কে। জানা গেছে, নওশীনের স্বাস্থ্যের অবস্থা বেশ ভালো। আগামী মাসে নতুন সদস্য তাদের ঘরে আসবে। আমেরিকায় নওশীন একটি মেডিকেল সেন্টারে বর্তমানে চাকরিরত আছেন এবং হিল্লোল ব্যস্ত তার ফুড ব্লগিং নিয়ে। /আরএ
|