প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ৯:১২ এএম আপডেট: ২৯.০৭.২০২২ ৯:১৫ এএম | অনলাইন সংস্করণ Count : 167
বিশ্বজুড়ে আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু সংখ্যা কমলেও বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বিশ্বে এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭৯২ জন। একই সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২২ হাজার ৪৬৬ জন।
শুক্রবার (২৯ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ পাওয়া তথ্য মতে একথা জানা যায়।
জানা যায়, আগের দিন এ সময়ের মধ্যে মৃত্যুর হয়েছিল ২ হাজার ৩৮৭ জনের। একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছিল ১০ লাখ ২০ হাজার ৫২৭ জন।
বিশ্বজুড়ে এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ১৩ হাজার ৮৮৩ জনে এবং আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫৭ কোটি ৯২ লাখ ৮৩ হাজার ৪৭৩ জনে।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ২৬৩ জন এবং মারা গেছেন ২৫৯ জন। দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ২৯ লাখ ১৬ হাজার ৭০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৫৪ হাজার ৪২১ জন মারা গেছেন।
ব্রাজিলে করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ৩০৭ জন।
পার্শ্ববর্তী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু নেই। এ সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৯০ জন।
ফ্রান্সে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৫৯৪ জন এবং মারা গেছেন ১১২ জন।
ইতালিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৮১ জন এবং মারা গেছেন ১৯৯ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর তা মহামারী আকারে বিশ্বে ছড়িয়ে পড়ে।
/আরএ