প্রকাশ: শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৫:২৫ পিএম | অনলাইন সংস্করণ Count : 120
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ৪ হাজার ৮৯২ জন। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ২৮৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ৭৬৩ জন রোগী। তাদের নিয়ে সুস্থ হওয়ার মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৫৪২ জনে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ। দেশে সার্বিক শনাক্তের হার এখন ১৩ দশমিক ৭৩ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। নতুন শনাক্ত ৩৪৯ মধ্যে ২৪৯ জনই ঢাকা জেলার বাসিন্দা। গত এক দিনে মারা যাওয়া দুইজন ঢাকা বিভাগের বাসিন্দা, বাকি একজন সিলেট বিভাগের। মৃতদের দুইজন পুরুষ, একজন নারী।
করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নামে। কিন্তু গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বেড়ে যায়।
এফএইচ