ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২২
অকশন ব্রীজে শহীদুল ইসলাম ও এস.এম আবুল হোসেন চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৭:২৯ পিএম | অনলাইন সংস্করণ Count : 167
ওয়ালটন-ক্র্যাব র্স্পোটস ফেস্টিভ্যালের ‘অকশন ব্রীজে’ চ্যাম্পিয়ন হয়েছে সময়ের কাগজ২৪ ডটকমের শহীদুল ইসলাম ও ক্র্যাবের সাবেক সভাপতি এস.এম আবুল হোসেন জুটি। রানার আপ হয়েছে নয়া দিগন্তের আবু সালেহ আকন ও সংবাদ প্রতিদিনের এহসান পারভেজ তুহিন।
এছাড়া তৃতীয় স্থান অধিকার করেছেন ইত্তেফাকের জামিউল আহসান সিপু ও আমাদের কণ্ঠের হাসান-উজ-জামান। অকশন ব্রীজ খেলায় আরো অংশগ্রহণ করেন ইত্তেফাকের সমীর কুমার দে ও ডেইলি সানের শওকত আলী লিথো। বুধবার (৩ আগস্ট) দুপুরে ক্র্যাব কার্যালয়ে আনন্দঘন পরিবেশে এই অকশন ব্রীজ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা পরিচালনা করেন ক্র্যাবের সিনিয়র সদস্য শহীদুল ইসলাম। এসময় ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মিন্টুসহ ক্র্যাব নেতৃবৃন্দ, ওয়ালটনের কর্মকর্তাবৃন্দ ক্র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। গত ২০ জুলাই এবারের স্পোর্টস ইভেন্ট দাবা প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়। ইতিমধ্যে কলব্রীজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আগামীতে আরো থাকছে- ক্যারাম একক ও দ্বৈত, শ্যুটিং, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট ও কাবাডি।
এফএইচ