প্রকাশ: রোববার, ৭ আগস্ট, ২০২২, ৭:৫১ পিএম | অনলাইন সংস্করণ Count : 144
দেশে নতুন করে ২১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসে কেউ মারা যায়নি। দীর্ঘদিন পর রোববার করোনায় মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদতর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ৭ হাজার ৩৩৫ জন। আর মৃতের সংখ্যা আগের মতোই ৯ হাজার ৩০৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ৫৪৫ জন রোগী। তাদের নিয়ে সুস্থ হওয়ার মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ২৭ জনে।
নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ১০ শতাংশ। দেশে সার্বিক শনাক্তের হার এখন ১৩ দশমিক ৭১ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। নতুন শনাক্ত ২১৬ মধ্যে ১২০ জনই ঢাকা জেলার বাসিন্দা।
উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা (ভারতীয়) ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ২৮ মাস পর বৃহস্পতিবার শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ছাড়ায়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।