ই-পেপার বুধবার ৬ ডিসেম্বর ২০২৩
বুধবার ৬ ডিসেম্বর ২০২৩

অন্তঃসত্ত্বা নারীর লাশ ঢামেকে ফেলে পালিয়ে যাওয়া নারী কে?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ৫:৫৫ পিএম আপডেট: ১৬.০৮.২০২২ ১০:৪৬ এএম  (ভিজিট : ১৯২)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত এক নারীর লাশ ফেলে পালিয়ে গেছে আরেক নারী। হাসপাতালে নিয়ে আসা ওই অজ্ঞাত নারীকে ১৪ ঘণ্টায়ও খুঁজে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। 

পুলিশের ধারণা অন্তঃসত্ত্বা নারীকে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়। নিহত নারীর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

সোমবার (৮ আগস্ট) গত রাত সোয়া ১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ফেলে রেখে যাওয়া হয় ওই নারীকে। 

ঢামেকের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান জানান, আমাদের ট্রলি ম্যান কবিরকে দিয়ে ট্রলিতে উঠিয়ে সঙ্গে থাকা যে মহিলা এসেছিলেন তিনি টিকিট নিয়ে আসার কথা বলে অসুস্থ নারীকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য বলেন। এরপর থেকেই তিনি লাপাত্তা। পরে অনেক খোঁজাখুঁজি করেও ওই নারীকে পাওয়া যায়নি।

পরে জরুরি বিভাগে ওই অজ্ঞতনামা মহিলাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা বলেন, ট্রলিতে থাকা নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সে অন্তঃসত্ত্বা। 
বিষয়টি পরিচালককে জানানো হলে শাহবাগ থানায় একটা জিডি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। 

তিনি আরো জানান, রাত সোয়া একটার দিকে সিএনজিযোগে দুজন মহিলা ওই অজ্ঞাতনামা নারীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ওই দুই নারী টিকিট কাটার কথা বলে ওখান থেকে সুকৌশলে পালিয়ে যায়, আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে পালিয়ে যাওয়াদের শনাক্ত করার চেষ্টা করছি।

/আরএ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com
close
https://www.shomoyeralo.com/ad/1698384544SA-Live-Update.jpg