ই-পেপার বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩
বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩

কলেজ ছাত্রী নিয়ে ছাত্রলীগ নেতা উধাও
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ৬:৪১ পিএম আপডেট: ০৯.০৮.২০২২ ৬:৪৪ পিএম  (ভিজিট : ১৯১)
বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের বিরুদ্ধে সাকিলা বিন সামন্তা (১৮) নামের এক কলেজ ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্বপন উপজেলার ভান্ডার বাড়ি ইউনিয়নের চুনিয়া পাড়া গ্রামের মৃত কাসেমের ছেলে।

সোমবার (৮ আগস্ট) বিকেলে ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যায় স্বপন। মেয়েকে খুঁজে না পেয়ে সেদিন রাতেই থানায় সাধারণ ডায়েরি করে ছাত্রীর পিতা ধুনট সদর পাড়ার শাহিন আলম।

অভিযোগ পত্রে ছাত্রীর বাবা উল্লেখ করেন, প্রতিদিনের মতো তার মেয়ে সাকিলা বিন সামন্তা (৮ আগস্ট) বিকেলে ধুনট সরকার পাড়া জিঞ্জির তলা রোডে হাঁটতে যায়। এমতাবস্থায় তার মেয়েকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় অভিযুক্ত স্বপন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মেয়ের সন্ধান চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। 

এ প্রসঙ্গে জানতে চেয়ে ছাত্রলীগ নেতা স্বপনের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। 

থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এস আই মতিউর রহমানের কাছে ছাত্রী উদ্ধার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রী উদ্ধারের জন্য জোর চেষ্টা করছে ধুনট থানা পুলিশ।

/আরএ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com