ই-পেপার বিজ্ঞাপনের তালিকা বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
ই-পেপার বৃহস্পতিবার ৮ জুন ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin Mohammad City (Online AD).jpg

https://www.shomoyeralo.com/ad/728X90.gif
বিহারের মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন নীতীশ কুমার
মুকুল বসু, কলকাতা
প্রকাশ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ৭:২৯ পিএম আপডেট: ০৯.০৮.২০২২ ৭:৩২ পিএম | অনলাইন সংস্করণ  Count : 183

ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন নীতীশ কুমার। মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর দলটির সঙ্গে সম্পর্কও চুকিয়ে দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৯ আগস্ট) রাজভবন থেকে বেরিয়ে তিনি নিজেই এ ঘোষণা দেন।

তিনি জানান, দলের সব সাংসদ এবং বিধায়করা এনডিএ ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। সে কারণেই এই সিদ্ধান্ত। 

তার ইস্তাফার সঙ্গে সঙ্গেই জেডিইউ-বিজেপি জোটের অবসান হল। এবারে বিহারের মাটিতে মহাজোটের হাত ধরে নতুন করে সরকার গড়ার প্রস্তাব দিয়েছেন নীতীশ। 

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার সময় নীতীশ কুমারের সঙ্গে ছিলেন আরজেডি নেতা তথা লালুপ্রসাদের পুত্র তেজস্বী যাদব। তেজস্বীকে সঙ্গে নিয়ে নতুন করে সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। ১৬০ জন বিধায়কের সমর্থন নিয়ে নতুন করে সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। এই ১৬০ জন বিধায়কই নীতীশ কুমারকে সমর্থন জানিয়েছেন। সেই তালিকায় মহাজোটের বিধায়কদের নাম রয়েছে। 

জানা গেছে, বিহারে নীতীশকে মুখ্যমন্ত্রী রেখে তেজস্বীকে স্বরাষ্ট্রমন্ত্রী করে সরকার গড়া হবে। এদিন রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরেই নীতীশ কুমার যান  লালু প্রসাদ যাদবের বাড়িতে। সেখানে লালু পত্নী  রাবড়ি দেবীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বিহারের বুকে বিজেপির সঙ্গ ছেড়ে এবার মহাজোটের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করতে চান নীতীশ কুমার। 

গত কয়েকদিন ধরেই বিহারে রাজনৈতিক সংকট চরমে উঠেছিল। তারপরেই দলের বিধায়কদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন নীতীশ কুমার। মঙ্গলবার সকাল থেকেই  তার বাড়িতে বৈঠক শুরু হয়। সেখানে দলীয় বিধায়কদের কাছে বিজেপির বিরুদ্ধে এক প্রকার ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। 

নীতীশ জানান, বিজেপি কেবল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তাদের বিন্দুমাত্র সম্মান দেয়নি। 

উল্লেখ্য, গত বিহার বিধানসভা নির্বাচনে আসনের অঙ্কের হিসেবে বিজেপির থেকে অনেকাই পিছিয়ে ছিলেন নীতীশ। কারণ বিহারে এবার তেমন ভাল ফল করতে পারেনি নীতীশ কুমারের দল জেডিইউ। কেবল মাত্র বিজেপির দৌলতে সরকার গড়তে পেরেছিলেন নীতীশ কুমার। কিন্তু সেই জোট বেশি দিন স্থায়ী হল না।

/আরএ

https://www.shomoyeralo.com/ad/780-90.jpg

আরও সংবাদ   বিষয়:  নীতীশ কুমার  




https://www.shomoyeralo.com/ad/Google-News.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com