ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

পিত্তথলিতে পাথর জমার লক্ষণ
প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৬:১১ পিএম  (ভিজিট : ৩৮৪)
নারী-পুরুষ উভয়ের পিত্তথলিতে পাথরের সমস্যা হয়ে থাকে। এ রোগ সম্পর্কে না জানার কারণে অনেক বুঝতে পারেন না। যেকোনো রোগের লক্ষণ সম্পর্কে জানা থাকলে সে রোগ সম্পর্কে সচেতন হওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক কী লক্ষণ দেখে বুঝবেন আপনার পিত্তথলিতে পাথরের সমস্যা দেখা দিচ্ছে-

পাথর আসলে কী
মানবদেহে গলব্লাডার বা পিত্তথলি মূলত লিভারের নিচে থাকে। এটি পিত্ত সংগ্রহ করে এবং হজম প্রক্রিয়ায় প্রভাব ফেলে। পিত্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে তা থেকে ক্রিস্টাল তৈরি হয়, যা ধীরে ধীরে পাথরে রূপ নেয়

লক্ষণ : পিত্তথলিতে পাথর হলে মাংস, তেল ও মসলাজাতীয় খাবার খেলে পেটে ব্যথা হয়। সঙ্গে বমিও হতে পারে। এক্ষেত্রে কাঁপুনি দিয়ে জ্বরও আসতে পারে। একই সঙ্গে পেটে ব্যথায় ভোগে আক্রান্তরা। অনেক সময় পাথর পিত্তথলি থেকে বেরোতে গিয়ে পিত্তনালিতে আটকে যায় এবং তখন বিলিরুবিনের বিপাক ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার দরুন জন্ডিসও হতে পারে। পিত্তথলিতে পাথর হলে অনেকে হেপাটাইটিসেও আক্রান্ত হয়। তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। গলব্লাডারের মূল লক্ষণ পেটের ডানদিক থেকে ব্যথা শুরু হয়ে ডান কাঁধ পর্যন্ত পৌঁছায়। এ রকম হলে অতি অবশ্যই চিকিৎসকের কাছে যান। পেটের আলসার, যকৃতের কোনো সমস্যা এমনকি হৃদরোগেও এ উপসর্গের কাছাকাছি ধরনের ব্যথা হতে পারে বলে সেগুলোর অবস্থাও নির্ণয় করে নেওয়া দরকার।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close